odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

প্রধানমন্ত্রী সাধারণ রোগীর মতই চিকিৎসা নিলেন

odhikar patra | প্রকাশিত: ২৯ August ২০১৯ ১৮:২১

odhikar patra
প্রকাশিত: ২৯ August ২০১৯ ১৮:২১

 

ঢাকা, ২৯ অগাস্ট, ২০১৯ বৃহস্পতিবার  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।



আপনার মূল্যবান মতামত দিন: