odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

সিরাজদিখানে বির্ণামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

odhikar patra | প্রকাশিত: ২১ September ২০১৯ ১৯:১২

odhikar patra
প্রকাশিত: ২১ September ২০১৯ ১৯:১২


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিণামূল্য রক্তের গ্রুপ নির্ণয়
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন আলো সমাজ সেবা
ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকাল
৩টা পর্যন্ত রামানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙিনায় এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়ইশত নারী-পুরুষের
বিণামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন, কিউর লাইফ ডাইগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর 

পরিচলাক মোঃ সাইফুল ইসলাম মীর। এসময় উপস্থিত ছিলেন,
গ্রামীন আলো সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্য মামুন সরকার,
রফিকুল ইসলাম মোল্লা, শরিফ সরকার, জসিম সরকার, কাইয়ুম
হোসেন, সালাম গাজী, যোনায়েদ হোসেন প্রমূখ। এছাড়া
ইউথ ফাউন্ডেশন, স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন, নিমতলা একতা
ফাউন্ডেশন, আল এহসান নাগরিক সেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন। বিণামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচির
সাবির্ক সহযোগীতায় ছিলেন, কিউর লাইফ ডাইগনষ্টিক এন্ড
কনসালটেশন সেন্টার।



আপনার মূল্যবান মতামত দিন: