ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২৮ নভেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে

odhikar patra | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯ ০২:১৩

odhikar patra
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯ ০২:১৩

আগামী ২৮ নভেম্বর থেকে রাজধানীতে বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপো ও স্মার্ট সিটি সেমিনার শুরু হচ্ছে ।
এই  এক্সপো শুরু হচ্ছে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই আন্তর্জাতিক এক্সপো ও সেমিনার উদ্বোধন করবেন।
এ প্রদর্শনীতে সরকারী নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, শিল্প বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি, আইসিটি, টেলিযোগাযোগ, অন্যান্য প্রযুক্তি সংস্থা, ভবন নির্মাণ, পরিবহন সংস্থা, নগর অবকাঠামোগত উন্নতিতে জড়িত সংস্থা এই মেগা প্রদর্শনী ও সেমিনারে অংশগ্রহণ করবে।
আজ রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেডকার্পেট থ্রিসিক্সটি ফাইভের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় রেডকার্পেট থ্রিসিক্সটি ফাইভের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ বাংলাদেশ স্মার্ট সিটি এক্সপোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন: