odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

নতুন পদ্ধতির মূল্যায়নে পাসের হার কমেছে

Admin 1 | প্রকাশিত: ৫ May ২০১৭ ১৯:০৩

Admin 1
প্রকাশিত: ৫ May ২০১৭ ১৯:০৩

গণিতের ধাক্কায় দুই বছর আগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমে যাওয়ায় হইচই পড়েছিল। সেটা কাটিয়ে গেলবার ভালোর ধারায় ফিরলেও এবার মাধ্যমিকের শিক্ষার্থীরা আবারও ফলাফলে পিছিয়ে পড়েছে। পাসের হার এবং শাখাভেদে ভালো ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, মূলত দুটি কারণে ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। প্রথমত, এবার নতুন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা আগের মতো ‘ঢালাও’ নম্বর পায়নি। দ্বিতীয়ত, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার গতবারের চেয়ে প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সার্বিক গড় পাসের হার কমেছে। কুমিল্লায় পাসের হার কমে যাওয়ার প্রধান কারণ হলো, এই বোর্ডের পরীক্ষার্থীরা ইংরেজি ও গণিতে খারাপ করেছে। গণিতে খারাপ করার কারণে বরিশাল শিক্ষা বোর্ডেও পাসের হার অন্যান্য বোর্ডের তুলনায় কম, এটিও সার্বিক ফলে প্রভাব ফেলেছে।

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৭ দশমিক ৯৪ শতাংশ কম। এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১, যা গতবারের চেয়ে পাঁচ হাজার কম। আর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে পাসের হার গতবারের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এবার পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।

তবে এসএসসিতে জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ১৯৫। এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন। বিশ্লেষণে দেখা গেছে, এখানে জিপিএ-৫ বাড়িয়েছে মূলত বিজ্ঞানের শিক্ষার্থীরা। কারণ, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ গতবারের চেয়ে কমেছে। শুধু বিজ্ঞান শাখায় জিপিএ-৫ বেড়েছে ২ হাজার ৬৫৪।



আপনার মূল্যবান মতামত দিন: