odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫
করোনা ভাইরাস প্লাজমা : বাংলাদেশ

নিজের চাহিদা পূরণ করে ভবিষ্যতে বাংলাদেশ প্লাজমা রপ্তানি করবে কি?

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ May ২০২০ ২২:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ May ২০২০ ২২:৪৮

 

রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। কোনো ব্যক্তি ভাইরাস–ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে ৫ থেকে ১৪ দিনের মধ্যে তার শরীরে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়। ফলে তার রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এবং ভাইরাস বা ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে তোলে ও এর বিরুদ্ধে সুরক্ষা দেয়। কোভিড-১৯–এ আক্রান্ত থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া ব্যক্তির রক্তের প্লাজমায় এই অ্যান্টিবডি রয়েছে, যা সংগ্রহ করে কোভিড আক্রান্ত রোগীর শরীরে দিলে সাময়িক প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়। এই অ্যান্টিবডি সার্চ করোনা-২ ভাইরাসকে নিষ্ক্রিয় করে ফেলে এবং রোগী সুস্থ হতে থাকে।’ কাজেই প্লাজমা থেরাপি খুবই কার্যকরী একটি থেরাপি। এতে প্লাজমা দানকারীর বিন্দুমাত্র ক্ষতি হয় না।
বাংলাদেশে করোনা থেকে সুস্থতা প্রাপ্তির হার বেশি।
সুতরাং
১) ব্লাড ব্যাংকের মত প্লাজমা ব্যাংক করা যায়।

২) নিজের চাহিদা পূরণ করে ভবিষ্যতে বাংলাদেশ প্লাজমা রপ্তানি করবে কি?



আপনার মূল্যবান মতামত দিন: