odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

আ’লীগ নেতা  নূর মোহাম্মদের মৃত্যুতে  ‘আমাদের অধিকার পত্র’র শোক প্রকাশ

| প্রকাশিত: ৯ April ২০২২ ১৪:৫৫


প্রকাশিত: ৯ April ২০২২ ১৪:৫৫

মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আর নেই।  ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহী রাজীউন।  নূর মোহাম্মদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ কর‌ছে  ‘আমাদের অধিকার পত্র’ প‌রিবার ।

শোক প্রকাশ করে আমাদের অধিকার পত্র-এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন,  শ্রীনগর উপ‌জেলা  আওয়ামী লী‌গের লড়াই সংগ্রা‌মে সাধারণ সম্পাদক হি‌সে‌বে শ্রীনগর উপ‌জেলা আওয়ামী লীগ‌কে সুসংগ‌ঠিত কর‌তে নুর মোহাম্মদ  অগ্রণী ভূ‌মিকা রে‌খে‌ছি‌লেন।

এসময় তিনি গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: