বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
📅 ৩১ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিয়ে তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সান্ত্বনা প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজাস্থলে উপস্থিত হয়ে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, বিভিন্ন দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি শোককে আরও গভীর করে তোলে।
রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই শোক ও সহমর্মিতার প্রকাশকে রাজনৈতিক সৌজন্য ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মূল্যবান মতামত দিন: