ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চমক রেখে ব্রাজিল দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২২ ০০:৪১

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ০০:৪১

সামনে ব্রাজিলের ব্যস্ত সূচি। একাধিক প্রীতি ম্যাচের সঙ্গে আছে বিশ্বকাপ। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে জুনে আবারো মাঠে নামছে তিতের দল।

জুনে দুটি প্রীতি ম্যাচের জন্য এরই মধ্যে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি এন্তোনির। বাদ পড়েছেন আর্থুর।

তবে বিশ্বকাপের আগে জায়গা ধরে রেখেছেন বর্ষীয়ান ডিফেন্ডার দানি আলভেস। দলে ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস, অ্যালেক্স সান্দ্রো আর ম্যাথিউজ কুনহা। ২৭ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পালমেইরাস মিডফিল্ডার দানিলো।

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিওলে এবং ৬ জুন জাপানের বিপক্ষে টোকিওতে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেল্লেস, আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: দানিলো, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেল্লি, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা।



আপনার মূল্যবান মতামত দিন: