
চার দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মন্ত্রী ছাড় পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মন্ত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে গত শনিবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী। ওই রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
সেখানে হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে চিকিৎসা নেন মন্ত্রী।
অবস্থার উন্নতি না হলে পরদিন বেলা সাড়ে ৩টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ভর্তি করানো হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। হাসপাতালটির হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয় তাকে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: