odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুন্সীগঞ্জসহ শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ May ২০২২ ০৬:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ May ২০২২ ০৬:৩৩

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছ, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যারস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস বন্ধ অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: