odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

শুধু আমার মাথার উপরের ফ্যানটাই খুলে পড়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ May ২০২২ ০০:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ May ২০২২ ০০:২৭

আলোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নিজ বাড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

জামালপুরের সরিষাবাড়িতে গত বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গণমাধ্যমকে মুরাদ হাসান বলেন, উঠানের ওপর টিনশেড ঘরে বসে নেতাকর্মীরাদের সঙ্গে কথা বলছিলাম। ওই সময় গরম লাগায় চেয়ারটা সরিয়ে ফ্যানের নিচে বসি, বসার দুই-তিন মিনিটের মধ্যেই একটি ফ্যান হঠাৎ খুলে আমার মাথার ওপর পড়ে। এ সময় ডান চোখের ভ্রুর ওপরে জোরে আঘাত লাগলে আমি ছিটকে পড়ি। সঙ্গে থাকা নেতাকর্মীরা ফ্যানটা না ধরলে আমার আরও ক্ষতি হতে পারত। আল্লাহ নিজে বাঁচাইছে। তিনি আমার চোখটা রক্ষা করেছেন।

তিনি বলেন, ওখানে প্রায় ৬টা ফ্যান ছিল। এরমধ্যে শুধু আমার মাথার ওপরের ফ্যানটাই খুলে পড়েছে। বাকিগুলো ঠিকই চলতেছিল।

উল্লেখ্য, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় আড্ডা দেওয়ার সময় একটি সিলিং ফ্যান খুলে তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: