odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ছেলের ছুরিকাঘাতে বাবার চির বিদায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ May ২০২২ ১০:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ May ২০২২ ১০:২৭

 

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউপির হুরগাও গ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা আজদু মিয়া খুন হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজদু মিয়া হুরগাও গ্রামের রশিদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, আজদু মিয়া ঋণগ্রস্ত ছিলেন। এরই প্রেক্ষিতে তিনি বাড়ি ছাড়া ছিলেন। শনিবার তিনি ফের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তার ছেলে মাসুম মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে মাসুম মিয়া উত্তেজিত হয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

দৌস মোহাম্মদ আরো বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকেই ছেলে মাসুম মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া জানান, আজদু মিয়া দীর্ঘদিন যাবত বাড়িতে ছিলেন না। আজ বাড়িতে আসার পরই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। আমিসহ স্থানীয়রা ঘটনাস্থলে গেলে আজদু মিয়ার ছেলে মাসুক মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: