
বরগুনা জেলার তাল তলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলাকারী এক নেতা। তার বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজনীতি করার অভিযোগও রয়েছে।
গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে বরগুনার তালতলীর পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান আব্দুর রাজ্জাক হাওলাদার। এ তথ্য জানাজানি হওয়ার পর স্থানীয় পর্যায়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু বলেন, আব্দুর রাজ্জাক হাওলাদার নৌকার কাণ্ডারি হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে ছোটবগী বাজার এলাকায় পায়রা নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিডবোটে হামলা করেছিলেন। ওই সময় আব্দুর রাজ্জাক হাওলাদার জাতীয় পার্টির প্রার্থী মতিউর রহমান তালুকদারের সমর্থক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনার সময় ছাত্রশিবিরের সূত্রাপুর থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের গুঞ্জন রয়েছে।
তবে আব্দুর রাজ্জাক হাওলাদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিডবোটে হামলার সময় আমি ঘটনাস্থলেই ছিলাম না। এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে কেউ কেউ আমাকে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলছেন। এটা অসত্য।
আপনার মূল্যবান মতামত দিন: