odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ক্ষমা এবং দোয়া চেয়েছেন সাদিয়া জাহান প্রভা

odhikarpatra | প্রকাশিত: ২ July ২০২২ ০৯:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২ July ২০২২ ০৯:৫৮

নাটকে অভিনয়ে পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব সাদিয়া জাহান প্রভা। প্রায় ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন। শেয়ার করেন নিজের নানা গেটআপে

সম্প্রতি প্রভার দেয়া একটি স্টোরি নজর কেড়েছে তার ভক্তদের। স্টোরিতে প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এ মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও লেখেন, ‘আমি ক্ষমা চাইছি। প্লিজ, আমার অপরাধ ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে। এতে প্রভার সঙ্গে আরও আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

এ ছাড়া ঈদের বেশ কিছু একক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: