odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে

সিরাজদিখানে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ।

odhikar patra | প্রকাশিত: ১৭ August ২০২২ ০৩:২৭

odhikar patra
প্রকাশিত: ১৭ August ২০২২ ০৩:২৭

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রশুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের বালু ভরা জমিতে এ অনুষ্ঠান হয়। রশুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.জয়নাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। রশুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম,রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সারোয়ারে আলম,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহিদ শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গনি শেখ, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন হাওলাদার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাদল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



আপনার মূল্যবান মতামত দিন: