odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

জুড়াইন কমিশনার রোডে অটোরিক্সার ধক্কায় স্কুল ছাএ নিহত

কাওছার আহমেদ | প্রকাশিত: ২৪ August ২০২২ ২১:২০

কাওছার আহমেদ
প্রকাশিত: ২৪ August ২০২২ ২১:২০

রাজধানীর পূর্ব জুরাইন কমিশনার রোডে  ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী শিশু আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অন্য শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. মারিয়া আক্তার (৭)।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনা স্থলে জনগন উত্তেজি হয়ে অটোরিক্সা ভাংচুর এবংঅটোচালককে মারধর করে। 

পরে পুলিশ ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং অটো চালককে আটক করে থানায় নিয়ে যায়। 



আপনার মূল্যবান মতামত দিন: