নিউজ ডেস্ক | অধিকারপত্র
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নজিরবিহীন তাপপ্রবাহের কবলে পড়ে ভিক্টোরিয়া রাজ্যে অন্তত ছয়টি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন শত শত দমকলকর্মী। আবহাওয়া ও আগুনের ভয়াবহতা বিবেচনায় রাজ্যজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
আগুনের বর্তমান পরিস্থিতি ও সতর্কতা
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ (ABC News) জানিয়েছে বর্তমানে অন্তত দুটি স্থানে আগুন ইমার্জেন্সি লেভেল বা জরুরি পর্যায়ে রয়েছে। বিশেষ করে ক্যাম্পারডাউন (Camperdown) এবং ওটওয়েজ (Otways) অঞ্চলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এছাড়া লারালিয়া (Larralea) এলাকায় নতুন করে ছড়িয়ে পড়া আগুন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপন্ন এলাকার বাসিন্দাদের জন্য তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে: ১. অবিলম্বে এলাকা ত্যাগ (Evacuate), ২. পরিস্থিতির ওপর নজর রাখা (Watch and Wait) এবং ৩. নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া (Shelter in place)। কান্ট্রি ফায়ার অথরিটি (CFA)-এর প্রধান জেসন হেফম্যান সতর্ক করে বলেছেন ওটওয়েজ এলাকার আগুন থেকে এম্বার শাওয়ার (জ্বলন্ত কয়লার কণা) ছড়িয়ে পড়ছে যা মূল আগুনের সামনে নতুন নতুন আগুনের কুণ্ডলী তৈরি করতে পারে।
তাপমাত্রার নতুন রেকর্ড ও আবহাওয়া
ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে ভিক্টোরিয়ার কিছু অংশে তাপমাত্রার সব রেকর্ড ভেঙে গেছে। একটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রাজ্যের রাজধানী মেলবোর্নে তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। ফরেস্ট ফায়ার ম্যানেজমেন্ট ভিক্টোরিয়ার প্রধান ফায়ার অফিসার ক্রিস হার্ডম্যান জানান, তীব্র গরম এবং শুষ্ক বাতাসের কারণে আগুন নেভানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
ক্ষয়ক্ষতির আশঙ্কা
আগুনে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডেপুটি ইনসিডেন্ট কন্ট্রোলার অ্যালিস্টার ড্রেটন জানিয়েছেন, কিছু ঘরবাড়ি পুড়ে যাওয়ার প্রাথমিক বা মৌখিক প্রমাণ পাওয়া গেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দমকলকর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। ভিক্টোরিয়ায় বর্তমানে পূর্ণ ফায়ার ব্যান বা আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পাশাপাশি প্রতিবেশী দক্ষিণ অস্ট্রেলিয়াতেও "চরম" দাবানলের সতর্কতা জারি করা হয়েছে।
জনস্বাস্থ্যের ওপর প্রভাব ও জলবায়ু পরিবর্তন
তীব্র গরমে জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ভিক্টোরিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্যারোলিন ম্যাকএলেনি। তিনি জানান, বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের হিট স্ট্রোক, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে এমন তীব্র তাপপ্রবাহের পুনরাবৃত্তি ঘটছে। জাতিসংঘের আইপিসিসি (IPCC)-এর রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক দশকগুলোতে অস্ট্রালেশিয়া অঞ্চলে চরম আবহাওয়ার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা অন্তত পাঁচগুণ বেড়ে গেছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: