
কাতারকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি আরবসহ আরও তিনটি আরব দেশ।ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস, মুসলিম ভাতৃত্বের ওপর থেকে সমর্থন প্রত্যাহার, আল জাজিরা টেলিভিশন বন্ধ করা এবং তুরস্কের সামরিক ঘাঁটি তুলে নেয়াসহ যে ১৩ টি শর্ত দিয়েছিল এই দেশগুলো, তা মানতে অস্বীকৃতি জানায় কাতার।
২৩ জুন এই চারটি দেশের পক্ষ থেকে কাতারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়, এই দাবি মেনে নেয়ার সময় শেষ হয়েছে রোববার মধ্যরাতে।
বুধবার কায়রোতে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আরব দেশগুলো।
সোমবার এ নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংকট নিরসনে মধ্যস্থতাকারী কুয়েতের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে কাতার।
সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের অভিযোগ তুলে গত মাসে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পরে অবরোধ আরোপের পর থেকে ভয়াবহ কূটনীতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে কাতার।
সূত্র: বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: