odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দশটি পরিবারকে বসতবাড়ি প্রদান

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২২ ০৯:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২২ ০৯:৫৮

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দশটি পরিবারকে নবনির্মিত বসতবাড়ি প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বসতবাড়ির চাবি হস্তান্তর করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচীর আওতায় প্রায় ২৬ লাখ টাকা ব্যায়ে ১০টি সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
এছাড়াও, এ অনুষ্ঠানে তিনজন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি একটি করে ল্যাপটপ, ৫৬ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৯ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: