odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
সিরাজদিখান

উপজেলা কমপ্লেক্সে রোগী ধর্ষণ, ওয়ার্ড বয় আটক

odhikar patra | প্রকাশিত: ২৬ September ২০২২ ০৪:৫৮

odhikar patra
প্রকাশিত: ২৬ September ২০২২ ০৪:৫৮

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ।গেলো শুক্রবার ও শনিবার দিবাগত  রাতে  হাসপাতালের ১৩ নাম্বার ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর সাথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরী মা আজ রবিবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় রাজিব (২৪) কে আটক করেছে পুলিশ। 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক কিশোরীর অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় ময়মনসিংহের কমলাপুরের ফজলুল হকের ছেলে মো. রাজিব মিয়া (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে নিয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। ১৫ বছর বয়সী ঐ কিশোরী গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করে বলেন, মহিলা ওয়ার্ডের ৩ নং বেডে ভর্তি থাকা এক মহিলা রোগী আমাকে ঘটনাটি জানায়। সে ১ মাস যাবৎ সেখানে ভর্তি ছিলো ৷ আমার মেয়ে ছিলো ১৩ নং বেডে। আমার মেয়েকে ওয়ার্ড বয় রাজিব ১ নং কেবিনে নিয়ে ধর্ষণ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নারীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশকে জানানো হলে পুলিশ অভিযুক্ত ওয়ার্ড বয়কে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হেফাজতে নেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: