odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে ঃবিএনপি

odhikarpatra | প্রকাশিত: ১৩ October ২০২২ ০৭:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ October ২০২২ ০৭:০৩

দুপুর গড়াতেই নেতা-কর্মীদের পদচারণায় মুখর চট্টগ্রাম নগর।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ শুরু হয়।

নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্র ঘোষিত গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকে হাজারো নেতা-কর্মীদের ঢল নামে পলোগ্রাউন্ডে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা দুপুরের আগেই সমাবেশ স্থলে উপস্থিত হন।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: