odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

লক্ষ্মীপুরে ৩টি ড্রেজার মেশিন, ২টি নৌকাসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

odhikarpatra | প্রকাশিত: ১৭ October ২০২২ ০৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ১৭ October ২০২২ ০৩:৪০

 মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে জেলার মেঘনা নদীতে অভিযানে অবৈধ ৩টি ড্রেজার মেশিন, ২টি নৌকাসহ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার রাতে রায়পুরের চরবংশীসহ মেঘনার বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন, নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ড্রেজার মেশিন ৩টি উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন হাওলাদারের জিম্মায় দেয়া হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশের নেতৃত্বে এ অভিযানে রায়পুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ এবং অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: