
শেষ হলো একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। রবিবার রাতে সমাপনী নিয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন। এর আগে অধিবেশন কক্ষে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে ১৯৭২ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।
তার আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গত ৩০ অক্টোবর শুরু হয় এ অধিবেশন।
ছয় কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৯১টি। বিল পাস হয় চারটি।
আপনার মূল্যবান মতামত দিন: