odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বিএনপির মহাসচিব রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে : মাহবুব-উল আলম হানিফ 

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২২ ০৬:০১

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২২ ০৬:০১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশ রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে, অথচ বাংলাদেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র সাড়ে তিন বিলিয়ন ডলার। তাদের লজ্জা থাকা উচিত।

তিনি আজ বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
মাহবুব-উল আলম হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। 
সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেডএম আনোয়ারকে ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম  বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।



আপনার মূল্যবান মতামত দিন: