odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
মুন্সিগঞ্জের

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মহা সড়কে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে নিহত- ১

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ December ২০২২ ০৭:৪৮

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ December ২০২২ ০৭:৪৮

মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা মাওয়া ) শ্রীনগরের হাঁসাড়া এলাকায় মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজ নামের এক ব্যাক্তি নিহত হয়েছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের হাঁসাড়া ওভার পাসের ওপরে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত মিম আক্তারের (১৮) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

নিহত মিনহাজ নোয়াখালী জেলার, বেগমগঞ্জ উপজেলার মিজানুর রহমানের ছেলে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার রাত তিনটার দিকে মহাসড়কের হাঁসাড়া ওভার পাসের ওপরে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক মিনহাজ। গভীর রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর নিহতের মরদেহটি হাঁসাড়া হাঁইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#



আপনার মূল্যবান মতামত দিন: