ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নিয়মিতভাবে টেস্ট খেলার ওপর জোড় দিলেন সাকিব

odhikarpatra | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৬:৫১

odhikarpatra
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৬:৫১

চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর, ২০২২  : নিয়মিত টেস্ট ক্রিকেট খেলার ওপর জোর দিয়েবাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, যদি কোন দল প্রতি পাঁচ বা ছয় মাস পর এই ফরম্যাটে খেলে তবে ছন্দ ধরে রাখা  তাদের জন্য কঠিন হয়ে পড়ে। কারণ বড় ফরম্যাটে শারীরিক ও মানসিকভাবে প্রচুর পরিশ্রমের দরকার পড়ে।

চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ঐ দু’টি ম্যাচের দু’টিতেই হেরেছিলো বাংলাদেশ। এরপর সাদা বলের ক্রিকেট ব্যস্ত সময় কাটায় সাকিব ও তার দল।
পাঁচ মাস পর আবারও টেস্ট ক্রিকেটে খেলতে নেমে একই ফল পায় বাংলাদেশ। ভারতের কাছে ১৮৮ রানে হেরে যায় টাইগাররা। এটি সহজেই বোঝা যায়, দীর্ঘ বিরতির পরে টেস্ট ম্যাচ খেলতে নেমে শারীরিক ও মানসিক চাহিদা মেটাতে পারেনি বাংলাদেশ।
ক্রিকেটারদের মধ্যে লড়াইয়ের মনোভাব ও ধৈর্য্যরে অভাব থাকায় ম্যাচ বাঁচানোর কোন লক্ষণ দেখা যায়নি। সহজ উইকেটে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। জাকির হাসানের অভিষেক সেঞ্চুরি সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় টাইগাররা।
আজ শেষ দিনে মাত্র ৪৯ মিনিটে শেষ চার উইকেট হারিয়ে ভারতকে ১৮৮ রানের জয় উপহার দেয় বাংলাদেশ।
কাউন্টার অ্যাটাক থেকে সাকিবের করা  ৮৪ রানের কল্যাণে হারের ব্যবধান কমেছে। ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের ব্যাটিংকেই দায়ী করেছেন অধিনায়ক।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ব্যাট করার জন্য এটি ভাল উইকেট ছিল। কিন্তু আমরা (প্রথম ইনিংসে) ভাল ব্যাট করিনি। ৫-৬ মাস পর টেস্ট খেলা অবশ্যই আদর্শ নয়। কিন্তু এটি কোন অজুহাত হতে পারে না। তারা যেভাবে বোলিং করেছে এজন্য ভারতকে ক্রেডিট দিতে হবে। বোলিংয়ের মাধ্যমে চাপ তৈরি করেছে তারা।’
হারের পর উন্নতির পথও দেখালেন বাংলাদেশ অধিনায়ক, ‘টেস্টের পাঁচ দিনই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের বিপক্ষে ফল পেতে হলে আমাদের চারটি ভালো ইনিংস দরকার ছিল।’
এই টেস্ট থেকে বাংলাদেশের একমাত্র অর্জন ছিলো জাকির হাসানের সেঞ্চুরি। ম্যাচে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের সেঞ্চুরিতে দল হার এড়াতে না পারলেও উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিয়েছেন জাকির। এটি নিয়ে উচ্ছসিত সাকিব। তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি রান করায় তাকে নেয়া হয়েছে। আমি আশা করি বাংলাদেশের হয়ে আরও বেশি সেঞ্চুরি করবে সে



আপনার মূল্যবান মতামত দিন: