odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
কিরিস চাপাতি দিয়ে বাটারফ্লাই পার্কের সামনে ওত পেতে থাকে

ব্যবসায়িক দ্বন্দ্বে পতেঙ্গায় কুপিয়ে যুবকে হত্যা

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৩ ০৬:১২

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৩ ০৬:১২

চট্টগ্রাম,  পতেঙ্গা এলাকার বাসিন্দা রফিক নামে এক ব্যবসায়ী যুবকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত রফিক এর ভাতিজা সুমন অভিযোগ করে বলেন গত বুধবার সন্ধ্যা ৭.৩০টায় ১০-১৫ জন পতেঙ্গা বাটারফ্লাই পার্কের সামনে ওত পেতে থাকে, মোঃ রফিক আসা মাত্রই এলোপাতাড়ি তাকে কিরিস চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সুমন আরো বলেন তার চাচা রফিককে হত্যা করেছে জলদস্যু গাভি ইলিয়াস ও তার বাহিনী,

এর আগে গত ১৪  নভেম্বর রাত বারোটার পর এভাবেই ওত পেতেছিল গাভী ইলিয়াসের বাহিনী নিহত রফিকের বড় ভাই নুরুল আবছার কে হত্যার জন কিন্তু সেদিন প্রাণে বেঁচে যায় আবসার। দীর্ঘদিন থেকে নিহতের ভাই নুরুল আবছার এর সাথে গাভি ইলিয়াছের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, রফিকের দুই বছর ও আট বছরের দুইটি ছেলে সন্তান আছে। এ ব্যাপারে গাভী ইলিয়াছের মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়, এ ব্যাপারে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জাহেদ মো. নাজমুন নুর বলেন আমাদের পুলিশ এর তিনটি স্পেশাল টিম আসামি ধরার জন্য অভিযান পরিচালনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: