odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সিরাজদিখানে পিকআপ ভ্যানের গতিরোধ করে ডাকাতি

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৬ February ২০২৩ ০৮:৫৫

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৬ February ২০২৩ ০৮:৫৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ফের ডাকাতি সংঘটিত হয়েছে। আজ বুধবার (১৫ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার সৈয়দপুর কান্দা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৮-১০ জনের মুখোশপড়া ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৩ মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

মাছ ব্যবসায়ী নগেন রাজবংশী জানান, ৮-১০ জনের মুখোশপড়া ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে। পরে গাড়ি থেকে আমাদের নামিয়ে মারধর করে এবং আমার ৩০হাজার টাকাসহ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। মাঝেমধ্যে এখানে ডাকাতি হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ডাকাত দলের সদস্যদের কাউকে গ্রেফতার করতে পারেনি এবং ডাকাতি বন্ধ হয়নি। এতে করে আমরা আতঙ্ক নিয়ে চলাচল করছি।

সৈয়দপুর গ্রামের মনির সিকাদার নামক স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, সবাই সমস্যাটা জিইয়ে রাখে। কেউ সমাধান করতে চায় না। আমি ব্যক্তিগত ভাবে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করেছ এই কান্দাটি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য।এলাকার লোকজন এলাকার সম্পদ বিভিন্ন ভাবে লুটপাট করছে লক্ষ লক্ষ টাকা।

কিন্তু কোন জনপ্রতিনিধিই সেই টাকার কিছু অংশ ব্যয় করছে না জনকল্যাণমূলক কোন কাজে।৫০ বছর ধরে এই পথটি বিপদজনক। কিছুদিন পরপর এই কান্দা নামক এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।কিন্তু কেউ ডাকাতি বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা। কিছু মানুষ নিজেদের স্বার্থে চাচ্ছে এটি এভাবেই পড়ে থাক্।। মাত্র ৫-৭ লক্ষ টাকা ব্যায় করে যদি এই রাস্তাটি সিসিটিভি বসিয়ে নজরদারি করত তা হলে হয়তো রাস্তাটি নিরাপত্তার আওতায় চলে আসতো।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অনেক বছর ধরে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ডাকাতি সংঘটিত হয়ে আসছে। কেউ ডাকাতি বন্ধ করতে পরতে পারেনি। তারা আতঙ্ক নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে চলাচল করে থাকেন।  এবিষয়ে রাজানগর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে অনেক বছর ধরে ডাকাতি হয়ে আসছে। শীত মৌসুমে একটু বেশি হয়। আমরা ডাকাতি বন্ধ করার চেষ্টা করে যাচ্ছি,কিন্তু বন্ধ করতে পারছি না।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দীন বলেন, আজ (বুধবার) কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সারারাত ডিউটি করার পর ওই এলাকা থেকে ফজর নামাজের আগে চলে আসায় সড়ক ফাকা পেয়ে ভোরে ডাকাত সদস্যরা ডাকাতি করেছে। আমরা ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছি। আজ (বুধবার) এই বিষয়ে কোনো অভিযোগ হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: