odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুন্সিগঞ্জে দুগ্ধ জাত পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

মো. আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ February ২০২৩ ০৯:১৯

মো. আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ February ২০২৩ ০৯:১৯

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জে ২দিন ব্যাপি দুগ্ধ জাত পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পদ্মা সেতুর কোল ঘেষা শিমুলিয়া ফেরি ঘাটে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটির উদ্যেগে এই দুগ্ধ জাত পণ্য মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রায় ৭টি স্টলে দুগ্ধজাত পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মুন্সিগঞ্জ জেলা জোনাল ম্যানেজার শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে ও ডা. কাজী বাহারুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওয়া শিমুলিয়া বন্দর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান, শ্রীনগর ট্যুরিস্ট পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজা আহমেদ, রিক এলাকা ব্যাবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ। স্টল গুলোতে প্রদর্শনী করা হয়েছে সিরাজদিখান উপজেলার বিখ্যাত কলা পাতার খিরসা, লৌহজং উপজেলার স্পন্স মিষ্টি, শ্রীনগর উপজেলা বিবিখানা পিঠা, টংগীবাড়ি উপজেলার সন্দেশ ও মুন্সিগঞ্জ সদর উপজেলা ঘিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য।



আপনার মূল্যবান মতামত দিন: