
এমএ কাইয়ুম মাইজভান্ডারী:
মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ ফ্রেব্রুয়ারি ) সকাল ১০টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের আরধীপাড়া খানবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নিপা আক্তার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা সাদিয়া আফরিন খানের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, আরধীপাড়া খানবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, মো. হুমায়ুন কবির, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার নিলুফা আক্তারসহ অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
আপনার মূল্যবান মতামত দিন: