ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ডের পাহাড়সম রান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ০৩:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ০৩:১০

সিরিজে ফিরতে রেকর্ড রান তাড়া করতে হবে বাংলাদেশকে।দাভিদ মালানের পর জেসন রয়, মিরপুরে ইংল্যান্ডের আধিপত্য চলছেই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে রানের পাহাড়। রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ৭৬ রানের সঙ্গে মঈন আলী ও কারানের ক্যামিও ইনিংস। ফলে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৩২৬ রানের পুঁজি।

স্পিন দিয়ে শুরুর কয়েক ওভার চালালেও পঞ্চম ওভারে তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন অধিনায়ক। এর সুফল সপ্তম ওভারে গিয়ে পায় বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করা ফিল সল্ট স্লিপে তালুবন্দি হন নাজমুল হোসেন শান্ত, উইকেট নেন তাসকিন।তবে ৩ উইকেট হারানো ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় বাটলার-রয় জুটিতে। দুজনের ব্যাটে দলীয় ১৫০ পার হওয়ার সঙ্গে রয় হাঁটতে থাকেন সেঞ্চুরির পথে। ১০৪ বলে ১২ চার ও এক ছক্কায় তিনি পৌঁছে যান মাইলফলকে। বাংলাদেশের বিপক্ষে তুলে নেন নিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।৫ ব্যাটার ফিরলেও মঈন আলীর সঙ্গে জুটি গড়ে হাফ সেঞ্চুরি পূরণ করেন বাটলার।তবে ৪৮তম ওভারে তাসকিনের ইয়র্কারকে ফুলটস বানিয়ে লিটনের হাতে ধরা পড়েন মঈন। ৩৫ বলে ৪২ রান করেন এই অলরাউন্ডার। এরপর অবশ্য কারান ও আদিল রশিদের ব্যাটে দলীয় রান ৩২৬ ছুঁয়ে ফেলেন ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড- ৫০ ওভারে ৩২৬/৭ (রয় ১৩২, বাটলার ৭৬, মঈন ৪২, কারান ৩৩) (তাসকিন ৩/৬৬, মিরাজ ২/৭৩)



আপনার মূল্যবান মতামত দিন: