odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সুবর্ণচরে মাটিবাহী ট্রাক্টর চাপায় প্রাণ গেলো ৯ বছরের এক শিশুর

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৭ March ২০২৩ ১১:০৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৭ March ২০২৩ ১১:০৯

আহসান হাবীব:

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমত তারা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আলেয়া রাস্তা পার হওয়ার সময় একই সড়ক দিয়ে যাওয়া একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: