odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৯ March ২০২৩ ০৬:৫৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৯ March ২০২৩ ০৬:৫৭

আব্দুল্লাহ আল মাসুদ:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা শেষে বিকেল ৪ টার দিকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। আরো উপস্থিত ছিলেন রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: