odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

সেটে অঝোরে কেঁদেছেন ঋতিকা সিং

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ March ২০২৩ ২১:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ March ২০২৩ ২১:৩৬

ছিলেন মার্শাল আর্টশিল্পী। আর এখন হয়ে উঠেছেন অভিনেত্রী। দক্ষিণেই তাঁর নামডাক বেশি। তবে এবার ‘ইনকার’ ছবির মাধ্যমে উত্তরেও অভিযান শুরু করেছেন ঋতিকা সিং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ইনকার। হর্ষ বর্ধন পরিচালিত এ ছবিকে ঘিরে কিছু কথা বলেছেন ঋতিকা।
ফিল্মি ক্যারিয়ারের বয়স খুব একটা বেশি নয়, কিন্তু এরই মধ্যে ঋতিকার ঝুলিতে আছে একটা জাতীয় পুরস্কার আর তিনটা ফিল্ম ফেয়ার। থ্রিলারধর্মী ছবিটির মূল অবলম্বন বদ্ধ একটি গাড়ির মধ্যে এক তরুণীর ভয়াবহ অভিজ্ঞতা। ছবিতে ঋতিকা মূল চরিত্রে অভিনয় করেছেন।
পর্দায় ‘সাক্ষী গুলাটি’ হয়ে ওঠার প্রসঙ্গে ঋতিকা বলেন, ‘এ ক্ষেত্রে শরীরের চেয়ে বেশি মানসিক চাপ ছিল। ছবির গল্প খুবই সাদামাটা। তারপরও গল্পটা সবাইকে শিহরিত করবে। মেয়েটির মানসিক অবস্থা আরও বেশি করে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক। শুটিংয়ের সময় মনে হতো না যে অভিনয় করছি। মনে হতো সব সত্যি। অনেক সময় পরিচালক “কাট” বলার পরও ঘোরের মধ্যে থাকতাম। আর অঝোরে কাঁদতে থাকতাম। এমনকি অনেক সময় পরিচালক আর সেটে উপস্থিত নারীও আমার সঙ্গে কাঁদতেন। আসলে সেটের পরিবেশটা এত বেশি বাস্তবিক ছিল যে সবকিছু সত্যি বলে মনে হতো।’



আপনার মূল্যবান মতামত দিন: