_copy_640x360-2023-03-14-18-36-36.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামীকাল। এবারেও থাকছে দ্বিতীয় বার পরীক্ষা দেয়ার সুযোগ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে খাদেমুল ইসলাম বলেন, কাল (বুধবার) দুপুর ১২ টা থেকে শুরু হয়ে এই মাসের ২৭ তারিখ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদনের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক আবেদনে বাছাইকৃত প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ের চুড়ান্ত আবেদন চলবে আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য সার্ভিস চার্জসহ ১১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
এবছর এ, বি এবং সি এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে 'সি' (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে পরদিন ৩০ মে 'এ' (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষাতেও গতবারের মতো শুধু ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। যার মোট নম্বর থাকবে ১০০। প্রতি ৪ টি প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য ১ নম্বর কাটা যাবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দিনব্যাপী চার শিফটে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৭, বাণিজ্য থেকে ন্যূনতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে ন্যূনতম ৮ পেতে হবে। তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: