ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পেশাগত দায়িত্ব পালনকালে হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায়: জাতীয় মানবাধিকার কমিশন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৫:৫৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৫:৫৬

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে জাতীয় মানবাধিকার কমিশন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায় বলে মনে করছে কমিশন।

আজ বুধবার (১৫মার্চ) রাতে জাতীয় মানবাধিকার কমিশন উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট চলাকালে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের উত্তেজনার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের পিটুনির শিকার হয়েছেন সাংবাদিকরা। 

গণমাধ্যকর্মীদের অভিযোগ, বাছ বিচার না করে বেধড়ক পেটানো হয়েছে তাদের। তবে পুলিশের দাবি, সাংবাদিকরা ঘটনার মধ্যে পড়ে গিয়েছিল। এখানে ইচ্ছাকৃত আক্রমণ হয়নি।

মানবাধিকার কমিশন মনে করে, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন জায়গায় যাবেন ও সংবাদ সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় অন্তরায়। যথাযথ তদন্ত করে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় কমিশন।



আপনার মূল্যবান মতামত দিন: