odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন: ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ লাখো জনতার ঢল ও প্রথম বক্তব্য

যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন’, দেশে ফিরেই আল্লাহর দরবারে তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস!

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৫ ১৬:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৫ ১৬:৫১

অধিকারপত্র ডটকম পূর্ণাঙ্গ রিপোর্ট: নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে ফিরে মহান আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানী ঢাকার পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) সংলগ্ন বিশাল গণঅভ্যর্থনা মঞ্চে পৌঁছানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন পোস্ট দেন তারেক রহমান।

পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে।

নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’ পোস্টের সাথে তিনি তাকে অভ্যর্থনা জানাতে আসা লাখো মানুষের জনস্রোতের একটি ভিডিও শেয়ার করেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পথে আকাশসীমা পার হওয়ার পর এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছিলেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ উল্লেখ্য, আজ সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ

এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডন থেকে প্রথমে সিলেটে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেলে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়েন এবং শুরুতেই ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে তার ঐতিহাসিক বক্তব্য শুরু করেন। মঞ্চে তার সাথে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপসতিত ছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: