অধিকার পত্র ডটকম
ঢাকা | ২৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এক শীর্ষ উপদেষ্টা। তিনি জানান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কোনো ধরনের উসকানি বা তৃতীয় পক্ষের প্ররোচনায় সরকার পা দেবে না। জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার দিকেই প্রশাসন সতর্কভাবে কাজ করছে।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
সরকারি সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ঢাকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার গুঞ্জন এবং কিছু ইসলামপন্থী উগ্র গোষ্ঠীর তৎপরতা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
এছাড়া সম্প্রতি নিহত ব্যক্তি হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশিত একটি তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র ঘিরে ভারতবিরোধী বক্তব্য আরও উসকে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ বর্তমানে গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, যা শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না: ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের
#বাংলাদেশভারত #চালআমদানিভারত, #অন্তর্বর্তীসরকারবাংলাদেশ, ভারতবিরোধী মনোভাব, নির্বাচন ২০২৬, #বাংলাদেশরাজনৈতিকসংকট, I#indiaBangladeshtrade elations
এনডিটিভি সৌজন্যে
বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্তর্বর্তী সরকার বাংলাদেশ চাল আমদানি ভারত ভারতবিরোধী মনোভাব নির্বাচন ২০২৬ বাংলাদেশ রাজনৈতিক সংকট India Bangladesh trade relations

আপনার মূল্যবান মতামত দিন: