-2023-03-20-18-43-37.jpg)
দ্বিতীয় ওয়ানডেতে আবারও রেকর্ড গড়ল বাংলাদেশ।আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে বাংলাদেশ । ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতক হাঁকালেন মুশফিকুর রহিম।
মাত্র ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন মুশি। এত দিন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। দ্রুততম শতক ছাড়াও আজ আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে ৭০০০ রান পূরণ করেছেন এই ‘মিস্টার ডিপেন্ডেবল’। তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে সাত হাজার করলেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
আপনার মূল্যবান মতামত দিন: