ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে জেলেদের মাঝে ১৭টি গরুর বাছুর প্রদান

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:০৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:০৩

এইচ. আই লিংকন :

মুন্সিগঞ্জের শ্রীনগরে ২০২২ - ২০২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ১৭টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পদ্মা নদীর তীরঘেসা ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সামন থেকে এই বকনা বাছুর বিতরণ করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এলিজ ফারজানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, ভাগ্যকুল  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, মুন্সিগঞ্জ জেলা পরিষদের  সাবেক সদস্য ইকবাল মাস্টার, ইউপি সদস্য রতন শাহ্, মোশাররফ প্রমুখ। 

 



আপনার মূল্যবান মতামত দিন: