ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সিরিজের বাকি ম্যাচগুলোও জিতব:জাজাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ২১:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ২১:০৩

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। শুক্রবার রাতে ব্যাটিং ব্যর্থতার ম্যাচে পাকিস্তান হেরেছে ৬ উইকেটে। পাকিস্তানের দেওয়া ৯৩ রানের লক্ষ্যে পৌঁছতে আফগানদের লাগে ১৭ দশমিক ৫ ওভার। পাকিস্তানের বিপক্ষে এটিই আফগানদের প্রথম জয়। তবে এটিই শেষ নয়, সিরিজের বাকি ম্যাচগুলোও আফগানিস্তান জিতবে - এমনটিই প্রত্যাশা দলটির তারকা হযরতউল্লাহ জাজাইয়ের।

পাকিস্তান বধের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে উল্লাসের ছবি আপলোড করেছেন জাজাই। ক্যাপশনে এই ওপেনার লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জেতায় গোটা জাতি ও আফগান ক্রিকেট ভক্তদের অভিনন্দন। ব্যাটে-বলে দারুণ খেলেছে আমাদের দল। আশা করি, বাকি ম্যাচগুলোও জিতব, ইনশাআল্লাহ।’

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ মার্চ। প্রথম ম্যাচের মতো বাকি দুটি ম্যাচও শারজায় অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: