odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 24th December 2025, ২৪th December ২০২৫

যেসব নিয়ম মেনে রোজা রাখবে ডায়াবেটিস রোগীরা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৩ ০৫:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৩ ০৫:২২

সব ধর্মপ্রাণ মুসলমান আত্মশুদ্ধির জন্য এই এক মাস রোজা রাখতে চান। ডায়াবেটিসের রোগীরাও এর ব্যতিক্রম নন। তাঁদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রমজান মাসে।

রোজার খাবারদাবার

সাহরি যত দূর সম্ভব দেরি করে খেতে হবে। সাহরি না খেয়ে রোজা রাখা যাবে না।

 মিষ্টি জাতীয় খাবার, ভাজা-পোড়া যত দূর পারা যায় এড়িয়ে চলতে হবে।

  •   মিষ্টি, জিলাপি, চিনির শরবত না খেয়ে ডাবের পানি, লেবুর পানি খেতে পারেন।
  • ব্যায়াম

    ইফতারের দুই ঘণ্টা পর হাঁটা বা ব্যায়াম করা যেতে পারে। তবে ২০ রাকাত তারাবির নামাজ পড়লে আর ব্যায়াম না করলেও চলবে।



আপনার মূল্যবান মতামত দিন: