ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটি হাঁকালেন লিটন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ২২:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ২২:৩৩

টসে হেরে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। লিটন হাঁকিয়েছেন ১৮ বলে ফিফটি, টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ ওভারে বিনা উইকেটে ৮৩ রান। লিটন দাস ২১ বলে ৫৪ ও রনি তালুকদার ১৫ বলে ২৭ রানে ব্যাট করছেন। দুই দফা বৃষ্টির পর ৩টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। উল্লেখ্য যে, প্রথম ম্যাচে ২২ রানে জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।



আপনার মূল্যবান মতামত দিন: