ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৬১ রানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ২১:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ২১:০১

 আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দারুণ জমেছে লিটন দাস ও রনি তালুকদারের ওপেনিং জুটি। তবে শুক্রবার শেষ টি-২০ ম্যাচে ব্যর্থ হয়েছেন তারা। রান পাননি নাজমুল শান্ত ও সাকিব আল হাসানও। 

বাংলাদেশ ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। রনি তালুকদার ১৪ রানে ফিরেছেন। লিটন ৫ ও শান্ত ৪ করে আউট হয়েছেন। সাকিব ক্যাচ দিয়েছেন ৬ রান করে। তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হয়েছেন। ০ রানে ফিরেছেন তাসকিন আহমেদ।

আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে সাকিব টস জিতে ব্যাটিং নিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদি মিরাজকে। এছাড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: