ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাকিবকে অধিনায়ক করে টেস্টের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০৩:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ০৩:৫৬

সাকিব-লিটনকে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে নতুন কোন চমক নেই।তবে সাকিব-লিটনের উপস্থিতি নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে।কারণ অন্য দুই ফরম্যাটের মতো সাদা পোশাকেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয়ে এবার টেস্ট সিরিজ জয়ে চোখ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের।যদিও আয়ারল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই।কারণ শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে বাংলাদেশকে সতর্ক করল আইরিশরা।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টা থেকে।

স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল,সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চোধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়



আপনার মূল্যবান মতামত দিন: