odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

শিল্পমন্ত্রীর সাথে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা বিনিময়

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ April ২০২৩ ০৪:০৯

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ April ২০২৩ ০৪:০৯

নরসিংদী প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি'র সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। আজ শনিবার ( ১ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা ডাক বাংলোতে ক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের কাগজের জেলাপ্রতিনিধি এড.তুষার মিত্র ও সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর জেলাপ্রতিনিধি সোহাগ মিয়ার নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে ক্লাবের অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ইসরাত জাহান তামান্না, উপজেলা কৃষকলীগের সভাপতি খায়রুল আমিন তারেক,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, মনোহরদী পৌরসভার কাউন্সিলর মোঃ মাসুদ রানা, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিগণ।

এ সময় নূরুল মজিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। অনুরোধ থাকবে গণমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করার জন্য। পরে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে সংগঠনটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: