odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৪ April ২০২৩ ০৫:৪১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৪ April ২০২৩ ০৫:৪১

সাগরিকা আক্তার মৌসুমী:

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশনের সভাপতি মোঃ হেদায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষীপুর-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীর উদ্দিন চৌধুরী নয়ন।

উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান খান। অনুষ্ঠানে বিভিন্ন জেলা, মহানগর কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মচারীদের আর্থিক দৈন্যতার চিত্র তুলে ধরে অবিলম্বে বেতন বৃদ্ধির আহবান রাখেন। শাহাজাহান খান বলেন নিম্ন বেতনভূক্ত কর্মচারীদের আর্থিক সমস্যার বিষয়টি অনুধাবন করেন এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন,তিনি বলেন বেতনভূক্ত কর্মচারীদের আর্থিক সমস্যা ও ভাতা বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কার্যকরী সদস্য মোঃ আব্দুল হাই মোল্যা শরীফ আবু খায়ের সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন: