odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd December 2025, ২৩rd December ২০২৫

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারাল মাদ্রিদ ক্লাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ April ২০২৩ ১৯:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ April ২০২৩ ১৯:২৩

দুই লেগের অগ্রগামিতায় ৪-১ গোলে সেমিফাইনালের বাধা টপকালো রিয়াল। এ বছর টানা তিন ম্যাচ হারের পর বার্সার বিপক্ষে জিতল রিয়াল। শিরোপা নির্ধারণী ম্যাচে কার্লো আনচেলত্তির দল পেয়েছে ওসাসুনাকে।

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাল মাদ্রিদ ক্লাব। করিম বেনজেমার হ্যাটট্রিকে বুধবার ন্যু ক্যাম্পে ৪-০ গোলে জিতে কোপা দেল রের ফাইনালে তারা।এই জয়ে রিয়ালের ডাবল শিরোপা জেতার আশা টিকে থাকল। অন্যদিকে কোপা দেল রে হেরে গেলেও ১২ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার টেবিলের শীর্ষে বার্সা। ২০১৯ সালের পর স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে।



আপনার মূল্যবান মতামত দিন: