odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ফুটপাতের খাবার খেলেন অভিনেত্রী নুসরাত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৫:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৫:৫৩

 অবলীলায় নস্ট্যালজিয়া ট্যুরে গেলেন অভিনেত্রী নুসরাত জাহান।ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ঠেলা থেকে তেঁতুলের আচার দিয়ে আলুকাবলি খেতে দেখা গেল নুসরাতকে। এমনিতেই গরমে হাসফাঁস করছে কলকাতা। উপরন্তু ফাকা রাস্তায় এমন দুর্লভ খাবার।

সেই হাতছানি কি আর উপেক্ষা করে পারেন কেউ? সংসদ সদস্য-অভিনেত্রী নিজেও পারেননি। তাই তো একছুটে চলে গিয়েছেন আচারের ঠেলার দিকে। ঠিক যেমনটা ছোটবেলায় করতেন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলুকাবলি খাওয়ার ভিডিও দিয়ে নুসরত জাহান লেখেন, “শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দুপুর। আলুকাবলি।

তেঁতুলের আচার আর দাদুর স্নেহ। এর থেকে জীবনে আর কী-ই বা ভাল হতে পারে। সাদামাটা জিনিসই জীবনে সবথেকে বেশি আনন্দ দেয়। হাসতে শেখায়।” আর নুসরাতের এমন ভিডিও দেখে তো জিভে জল টলিপাড়ার অন্য নায়িকাদের।

 



আপনার মূল্যবান মতামত দিন: