odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

ঘুমের মধ্যেই মৃত্যু জবি শিক্ষার্থীর

জবি প্রতিনিধি | প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৭:৫১

জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ April ২০২৩ ১৭:৫১

ঘুমের মধ্যে হঠাৎ খিচুনি দিয়ে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি  বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে তার মৃত্যু হয়। জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানিয়েছেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি ২৯ এপ্রিল ঢাকায় এসেছিল। বিকালে ঘুমের মধ্যে  হঠাৎ খিচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
তিনি বলেন, আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মমিন উদ্দীন এবং সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তার পরিবারের সাথে হাসপাতালে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: